Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এর অধীনে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি সেবামূলক প্রতিষ্ঠান। এটি ১৯৮৪ সালে স্থাপিত। শুরুতে ৩১ শয্যার হলেও বর্তমানে এটি একটি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। এটি আখাউড়া পৌরসভায় ০৮ নং ওয়ার্ডে অবস্থিত।  এখানে বহি:বিভাগ,অত্ম:বিভাগ,জরুরী বিভাগ,পরিবার পরিকল্পনা বিভাগ এবং ইপিআই কর্মসূচীর আওতাধীনে রোগীদের স্বাস্থ্যসেবা দেয়া হয়।


আখাউড়ার গ্রামীণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে ১৭ টি কমিউনিটি ক্লিনিক যথাযথ জনবল ও পর্যাপ্ত ঔষধ ( ২৭ রকম ঔষধ) দিয়ে কার্যকর ভাবে চালু রয়েছে, যা গ্রামীণ জনগণের স্বাস্থ্য উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র থেকে জনগণের দোড়গোরায় উন্নতমানের স্বাস্থ্য সেবা নিয়মিত প্রদান করা হচ্ছে।।স্বাস্থ্য ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির ব্যবহার প্রবর্তন করা হয়েছে এবং এর ধারাবাহিকতায় উপজেলার স্বাস্থ্য খাতের বিভিন্ন সূচকের অনলাইন রিপোর্ট এর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাস প্যানডেমিক মোকাবেলার জন্য নিয়মিত র‍্যাপিড এন্টিজেন পরীক্ষা হচ্ছে। স্বাস্থ্যসেবায় প্রতিনিয়ত জনসম্পৃক্ততা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও করোনাভাইরাস মোকাবেলায় ব্যাপক হারে টিকাদান নিশ্চিত করণ সহ সব ধরণের স্বাস্থ্য সেবায় আখাউড়া উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স , এক আস্থার প্রতিষ্ঠান হিসেবে নিরলসভাবে নিয়োজিত আছে । 

আগামী ০৪/০১/২০২২ ইং থেকে ইউনিয়ন পর্যায়ের সাব-ব্লকে করোনা ভ্যাকসিন প্রদান করা হবে ।